আপনি আপনার ফোনে গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক এ ছাড়াও টেলিটকসহ যে কোন অপারেটরের সিম ব্যবহার করে থাকেন না কেন। প্রত্যেকটা সিম ব্যবহারকারী বলতে পারবে আপনার ফোনে কি পরিমানে একেকটা দিনে অফার মেসেজ এসে থাকে। এই মেসেজ এর কারনে অনেকেই বিরক্তি ফিল করতে পারে এটা স্বাভাবিক। যেটা আমাদের প্রয়োজন নেই সেই রকম মেসেজ ও আমাদের ফোনে অটোমেটিকলি আসতে থাকে সারাদিন।
সকল সিমে অফার মেসেজ বন্ধ করার উপায়
কিন্তু এই মোবাইল অপারেটরগুলোর অফার মেসেজগুলো আপনার মোবাইল থেকে কিভাবে বন্ধ করবেন। এটা খুব সহজেই আপনি করতে পারবেন। তবে আপনাকে জানতে হবে প্রসেসটা। এই মেসেজগুলো যেহেতু অধিকাংশই কোন কাজের নয় । শুধুমাত্র তাদের প্রমোশনের জন্য এগুলো দিয়ে থাকে। কোম্পানিগুলো যাতে এরকম মেসেজ আপনাকে না পাঠাতে পারে। তাই আপনি চাইলে সে ব্যবস্থা নিতে পারেন।
বাংলাদেশের সকল সিম অপারেটর কোম্পানি থেকে পাঠানো মেসেজ গুলো বন্ধের উপায় এই পোস্টে আলোচনা করা হলো-
জিপি বা গ্রামীণফোন সিমের প্রমোশনাল মেসেজ বন্ধের উপায়-
আপনার জিপি সিমে *121*1101# ডায়াল করে প্রমোশনাল মেসেজ গুলো বন্ধ করতে পারবেন।
পুনরায় প্রমোশনাল মেসেজ চালু করতে *121*1102# ডায়াল করুন।
রবি সিমের প্রমোশনাল মেসেজ বন্ধের উপায়-
রবি সিমে প্রমোশনাল মেসেজ বন্ধ করতে *7# ডায়াল করুন। সেই সাথে 2 লিখে রিপ্লাই করুন।
পুনরায় প্রমোশনাল মেসেজ চালু করতে রবি সিম থেকে *7# ডায়াল করুন। একইভাবে 1 লিখে রিপ্লাই করুন। আগের মত চালু হয়ে যাবে।
বাংলালিংক সিমে প্রমোশনাল মেসেজ বন্ধ করার উপায়-
বাংলালিংক সিমে প্রমোশনাল মেসেজ বন্ধ করতে-
- মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OFF
- এরপর মেসেজটি পাঠিয়ে দিন 6121 নাম্বারে
এক্ষেত্রে কোন প্রকার ফি প্রযোজ্য হবে না।
এয়ারটেল সিমের প্রমোশনাল এসএমএস বন্ধের উপায়।
যেহেতু ইতিমধ্যে আপনারা জানেন রবি এবং এয়ারটেল দুটি অপারেটর একই সাথে কাজ করছে। সেহেতু আপনি এয়ারটেল সিমের প্রমোশনাল মেসেজ বন্ধ করতে উপরে উল্লেখিত রবি সিমের প্রমোশনাল মেসেজ বন্ধের একই উপায়ে, এয়ারটেল সিমের প্রমোশনাল এসএমএস গুলো বন্ধ করা যায়।
যেমন-
- *7# ডায়াল করুন
- 2 লিখে রিপ্লাই করুন
আবার একই উপায়ে এয়ারটেল সিমের অফার মেসেজ বন্ধ করতে পারবেন। যেভাবে রবি সিমের প্রমোশনাল মেসেজ বন্ধ করেছিলেন। অর্থাৎ *7# ডায়াল করুন এবং 1 লিখে রিপ্লাই করুন।
টেলিটক সিমের অফার SMS বন্ধের উপায়-
প্রথমত বলবো টেলিটকের খুব একটা অফার মেসেজ আসেনা। টেলিটক প্রমোশনাল মেসেজগুলো এমনিতেই অনেক কাজে হয়ে থাকে। যেমন টেলিটকে খুব কম খরচে ভয়েস কল ও ডেটা কেনা যায়। তবে যাই হোক আপনি যদি টেলিটক সিম ব্যবহারকারী হয়ে থাকেন। তাহলে আপনার জন্য এটাই বলবো। যে এখন পর্যন্ত টেলিটক অপারেটর এই পোস্টটি পাবলিশ হওয়ার দিন পর্যন্ত। এখনো তাদের অফার মেসেজ বন্ধ করার কোন উপায় চালু করেনি।
সকল মোবাইলের অফার মেসেজ বন্ধ করার উপায় কি?
যদি আপনি আপনার মোবাইলে আসা ফোনের যে কোন নোটিফিকেশন বা প্রমোশনাল সকল মেসেজ বন্ধ করতে চান। তাহলে আরও একটি সহজ উপায় হলো – আপনার ফোনে থাকা মেসেজ অ্যাপ টি থেকে নোটিফিকেশন অফ করে দিতে পারবেন। এর ফলে কোন প্রকার নোটিফিকেশন মেসেজ আপনার ফোনে আসবে না । বিশেষ করে এখনকার ফোনে এরকম কি সার দেওয়া থাকে।
আপনি কি আপনার ফোনে অফার এসএমএস এখনো বন্ধ করেছেন? করে থাকলে আমাদেরকে জানান আপনি কিভাবে করেছেন এবং কোন সিমে করেছেন।
ধন্যবাদ।